Image

সৈয়দপুরে চাতালের গোডাউনে ট্রাকে মিললো চোরাই ট্রান্সফরমাসহ মূল্যবান সরঞ্জাম, আটক ১

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে : নীলফামারীর সৈয়দপুরে একটি ধানের চাতালের গোডাউন থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমা, তামার তার সহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম। এ সময় চুরির মালামাল বহন করা একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো- ট ১২-১২৫৭) জব্দ করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ওই গোডাউন মালিককে গ্রেফতার করেছে।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ শহরের উপকন্ঠ সৈয়দপুর - রংপুর মহাসড়কের কামারপুকুর ইউনিয়নের বকসাপাড়ার ওই চাতালের গোডাউনে অভিযান পরিচালনা করে। এসময় একটি ২ টি ট্রান্সফরমা, রিকশা ভ্যান, বাইসাইকেল, তামার তার, ট্রান্সফরমা কাটার যন্ত্রাংশ  এবং নেসকোর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

 

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চাতালে থাকা কয়েকজন পালিয়ে গেলেও ওই এলাকার মৃত সাহাজ উদ্দিনের পুত্র চাতাল মালিক মো. আমিনুল ইসলামকে (৫৫) গ্রেফতার করা হয়।

 

সুত্র জানায়, সৈয়দপুরে বিভিন্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমা ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে আসছিল। এ ঘটনায়  নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) পক্ষ থেকে কিছুদিন আগে থানায় মামলাও করা হয়। এর পর থেকে চুরি ঠেকাতে এবং চুরি যাওয়া ওইসব মালামাল উদ্ধারে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। 

 

থানা পুলিশ জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন, উল্লিখিত এলাকায় আমিনুলের চাতালের গোডাউনে বিভিন্ন চোরাই মালামাল অন্যত্র পাচারের উদ্দেশ্যে ট্রাকে লোড করা হচ্ছে।

 

এমন তথ্য পেয়ে থানা পুলিশের উপ পরিদর্শক আমিনুল ইসলাম ,মো. সোহারাব হোসেন, সহকারী উপ পরিদর্শক আবু বক্কর ও হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো আব্দুল ওয়াদুদের নেতৃত্বে চালানো হয় অভিযান। এসময় উল্লিখিত মালামাল উদ্ধার করা হয়। 

 

জানতে চাইলে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) সৈয়দপুর বিক্রয় ও বিতরণ বিভাগের প্রকৌশলী মো. উজ্জ্বল আলী খান  বলেন, ইতিপূর্বে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার পুলিশ উদ্ধার করেছে বলে আমরা জেনেছি। 

 

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ বৈদ্যুতিক ট্রান্সফরমা ও মূল্যবান অন্যান্য সরঞ্জাম উদ্ধার এবং চোরাই মালামাল পরিবহনে একটি ট্রাক জব্দ করার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,  চুরির সাথে জড়িতরা চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমা ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম চুরি করে পুলিশের হাতে গ্রেফতার হওয়া আমিনুলের চাতালের গোডাউনে রাখতো।  

 

তিনি বলেন, এসব চুরির সাথে অন্যান্য কারা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এতে যারাই জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।