Image

সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলার আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলার আসামী  মোকছেদ আলী প্রামানিক(৫৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।  তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

সুত্র জানায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী তহশীলদারপাড়া মৃত. বাছরা প্রামানিকের ছেলে মোকছেদ আলী প্রামানিক (৫৬) গত ২৯ আগস্ট দুপুরে প্রতিবেশি শিশু শিক্ষার্থীকে (১০) তার বাড়িতে ডেকে নেয়। এরপর তাকে বাড়ির একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে নির্যাতিতা ওই শিশুর বাবা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার পর আসামী মোকছেদ আলী আত্মগোপন করায় সে ছিল ধরাছোঁয়ার বাইরে। পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় ওই শিশুর পরিবার ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে।   তারা অবিলম্বে আসামী মোকছেদ আলীকে গ্রেফতারের দাবি জানিয়ে করে মানববন্ধন কর্মসূচি পালন করে।   

 

পুলিশও তাঁকে গ্রেফতার করতে সম্ভাব্য সকল স্থানে অভিযান চালায়। কিন্তু সে বারবার ঠিকানা বদল করায় তাকে ধরতে বিলম্ব হচ্ছিল। 

 

তবে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল ওয়াদুদ আসামী মোকছেদ আলী প্রামাণিককে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। নেওয়া হয় তথ্য প্রযুক্তির সহায়তা। অবশেষে পুলিশ নিশ্চিত হয় আসামী ঢাকার আশুলিয়া থানা এলাকায় অবস্থানের বিষয়টি।

 

এমন তথ্য নিয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুরের র‌্যাব-২ এবং রংপুর র‌্যাব-১৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানা এলাকায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে আসামী মোকছেদ আলী প্রামানিককে গ্রেফতার করে। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র রায়ের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এরপর  সেখান থেকে গ্রেফতার কর বৃহস্পতিবার বিকেলে তাকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়েছে।

 

সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ধর্ষণ মামলার আসামী মোকছেদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার তাকে নীলফামারী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।