Image

সৈয়দপুরে যুগের আলোর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে কেক কাটাসহ দোয়া মাহফিলের মধ্যদিয়ে রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

অনেক চড়াই উৎড়াইয়ের মধ্যে পত্রিকাটি ৩১ পেরিয়ে ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আমরা মানবতার পক্ষে এ শ্লোগানকে সামনে রেখে রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকার কাঁচা লংকা রেস্টুরেন্টে অনুষ্ঠানের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন,সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হানকে খাইয়ে দেন  দৈনিক যুগের আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি রাজু আহমেদ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নুর মোহাম্মদ ওলিউর রহমান রতন (দৈনিক আমার সংবাদ) সাংবাদিক সাদিকুল ইসলাম সাদিক (চ্যানেল এস), সাংবাদিক জয়নাল আবেদীন হিরো,(ভোরের পাতা)  এশিয়ান টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. মাঈনুল হক, সাংবাদিক মিজানুর রহমান মিলন (দৈনিক প্রতিদিনের বার্তা), সাংবাদিক শাহিদুল সরকার দুলাল (দৈনিক ঢাকা প্রতিদিন) প্রমুখ।