দেশের তাপমাত্রা ৪ ডিগ্রিতে নামার শঙ্কা
- Jan 02 2025 10:36
অনলাইন ডেস্ক: চলতি মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি (৬-৮° সে.) থেকে তীব্র (৪-৬° সে.) এবং দেশের অন্যত্র দুই থেকে ৩টি মৃদু (১০-৮° সে.) থেকে মাঝারি (৬-৮° সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, অন্যদিকে চলতি জানুয়ারিতে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারিতে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণপশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এর মধ্যে ঘনকুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেই সঙ্গে ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।
আরো সংবাদ
নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় ক্রিকেটার সাকলাইনকে বরণ করলো সৈয়দপুরবাসী
- Jan 02 2025 10:36
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সৈয়দপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী
- Jan 02 2025 10:36
শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা
- Jan 02 2025 10:36
ডুমুরিয়ায় বাসের চাপায় পথচারী নারী নিহত
- Jan 02 2025 10:36
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






