জনসমর্থন নেই বলে তারা দেশ ছেড়ে পালিয়েছে: এটিএম আজহারুল
- Jun 12 2025 07:19
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যাদের জনসমর্থন নেই, তারাই দেশ ছেড়ে পালিয়েছে। জনসমর্থন থাকলে কেউ পালায় না। বড় বড় কথাবার্তা বলা অহংকারী আওয়ামীলীগের নেতাকর্মীরা জনরোষ থেকে বাঁচতে এখন পলাতক জীবন যাপন করছে। তিনি বলেন, হাজারো জুলুম নির্যাতনের শিকারের মধ্যেও আমাদের কোন নেতাকর্মী পালায়নি।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল আরও বলেন, আমাদের মীর কাসিম আলীর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। তখন তিনি আমেরিকায় ছিলেন। তাঁকে দেশে আসতে মানা করা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন আমি কোন অপরাধ করিনি। আমি দেশে আসবো,মরলে দেশের মাটিতেই মরবো। তাঁর পরে তিনি দেশে এলেন। কিন্তু যারা বড় বড় কথা বলেছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে ', বলেন তিনি।
এটিএম আজহার বলেন, দীর্ঘ ১৪ বছর কারাবাসে থাকার পর মুক্ত হয়ে আমার নিজ এলাকায় যাচ্ছি। এজন্য যারা আমার জন্য রোজা, রেখেছেন, আল্লাহর কাছে যারা দোয়া চেয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি মুক্ত, এখন নিজের মতামত প্রকাশ করতে পারি। এসময় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতে সহকারি সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত, আব্দুল হালিম,নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,নায়েবে আমির ড. খায়রুল আনাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাজহারুল ইসলাম, সৈয়দপুর পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ওয়াজেদ আলীসহ জামায়াতের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
শ্যামনগরে কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে মোটরভ্যান বিতরণ
- Jun 12 2025 07:19
উত্তরবঙ্গের অন্যতম এসপিএল সিজন-৩ ক্রিকেট টূর্ণামেন্ট আয়োজনে মতবিনিময় সভা
- Jun 12 2025 07:19
সুনামগঞ্জে জাতীয়পাৰ্টিৱ গণমমিছিল ও সমাবেশ
- Jun 12 2025 07:19
বড়াইগ্রামে ফ্রি-তে মদ না পেয়ে মব সৃষ্টি করলো ছাত্রদল নেতা-কর্মীরা
- Jun 12 2025 07:19
মা ও মেয়ের ভাওয়াইয়ার সুরে মেলবন্ধন দুই বাংলার
- Jun 12 2025 07:19
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






