Image

সার্ক দাবার শীর্ষে পাঁচজন

সার্ক দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে ৫ জন খেলোয়াড় পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ও ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ, আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৭ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, উতেন ও অভিক সরকার।

মহিলা বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও শ্রীলঙ্কার দারামপ্রিয়া দেবনেথমি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন খেলোয়াড়। তারা হলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী ও কিশোয়ারা সাজরীন ইভানা।

সার্ক দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে ৫ জন খেলোয়াড় পাঁচ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ও ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ, আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায়। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ৭ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, উতেন ও অভিক সরকার।

মহিলা বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও শ্রীলঙ্কার দারামপ্রিয়া দেবনেথমি যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন খেলোয়াড়। তারা হলেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমীন সিম্মী ও কিশোয়ারা সাজরীন ইভানা।

মানবকণ্ঠ/জেএস