
হোয়াটসঅ্যাপে নতুন যে বিশেষ সুবিধা আসছে
- Jan 12 2025 09:07
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে চ্যাটিংয়ের জন্য ব্যবহৃত হলেও নানা সুবিধার কারণে এগিয়ে আছে হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন বা চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটে একে অপরের সঙ্গে সংক্ষিপ্ত সভা করা যায়।
এছাড়াও সভার বিষয় ও তারিখ গ্রুপের সদস্যদের আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য ইভেন্টও তৈরি করা যায় হোয়াটসঅ্যাপে। এবার গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও ইভেন্ট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
এ সুবিধা চালু হলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত ব্যক্তিরা আগে থেকে সময় নির্ধারণ করে একে অপরের সঙ্গে আলোচনা করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.১.১৮ বেটা সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। তবে সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও হোয়াটসঅ্যাপ ইভেন্ট তৈরি করা যাবে। এ জন্য চ্যাটের পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে ইভেন্ট আইকন নির্বাচন করতে হবে। এরপর ইভেন্টের নাম লিখে শুরুর তারিখ ও সময়ের পাশাপাশি শেষ হওয়ার সময় উল্লেখ করতে হবে। এর ফলে অন্য ব্যক্তি ইভেন্টের সময়কাল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। যে ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে, তিনি ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন।
সূত্র : টেকলুসিভ ডটকম
আরো সংবাদ
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Jan 12 2025 09:07
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Jan 12 2025 09:07
আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট
- Jan 12 2025 09:07
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July