পূজার দিন ভোট থাকায় তাপসের দুঃখ প্রকাশ
- Jan 15 2020 17:02
আগামী ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজার দিন ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটের তারিখ নির্ধারণ করায় দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে রাজধানীর পোস্তগোলা ও মীরহাজিরবাগ গণসংযোগে গিয়ে তিনি এ কথা বলেন।
তাপস বলেন, আসলে আমি দুঃখিত, এ বিষয়টি কেন বা কীভাবে হয়েছে। এটা আগে থেকে নির্ধারণ করা হয়নি। আমি যতদূর জেনেছি, ইলেকশন কমিশন আলোচনা করেছিল। পঞ্জিকা অনুযায়ী এটা হয়তো ভুল হয়ে গেছে। হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রয়েছে। তবে যেহেতু নির্বাচনের নির্ধারিত তারিখ রয়েছে, প্রার্থী হিসেবে আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে। আশা করবো, সবাই এতে অংশগ্রহণ করবেন।
আওয়ামী লীগের এ মেয়রপ্রার্থী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ ৩০ জানুয়ারি আমরা বিপুল ভোটে জয়ী হব। একটি উন্নত ঢাকা উপহার দিতে উন্নয়নের যে রূপরেখা দিয়েছি, ডিএসসিসির বাসিন্দারা তা সাদরে গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা পূরণে, মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করব।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, কোনো ধরনের আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সেদিকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি নজর রাখছে। তবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। এ কারণে জনগণের কিছুটা অসুবিধা হতে পারে। আমরা বিষয়টি আরও সচেতনভাবে দেখবো।
মানবকণ্ঠ/এসকে
আরো সংবাদ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- Jan 15 2020 17:02
শ্যামনগরে পানির সহজলভ্যতা দাবিতে মানববন্ধন ও অ্যাডভোকেসী সভা
- Jan 15 2020 17:02
সৈয়দপুরে এমাদিয়া ফাউন্ডেশন'র উদ্যোগে ৫ শতাধিক রোগীর ফ্রি সেবা প্রদান
- Jan 15 2020 17:02
ডুমুরিয়ায় আল-হাবিব (সাঃ) ক্যাডেট স্কীম মাদ্রাসায় বার্ষিক সদস্য সন্মেলন
- Jan 15 2020 17:02
ডুমুরিয়ার পল্লীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা
- Jan 15 2020 17:02
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






