Image

ডুমুরিয়ায় আল-হাবিব (সাঃ) ক্যাডেট স্কীম মাদ্রাসায় বার্ষিক সদস্য সন্মেলন

ডুমুরিয়া (খলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার সংলগ্ন আল-হাববি (সাঃ) নূরাণী ক্যাডেট স্কীম মাদ্রাসায় বার্ষিক সদস্য সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রসা কতৃপক্ষের আয়োজনে জোহরবাদ মাদ্রাসা ময়দানে অজীব সদস্যরা উপস্থিত হয়ে উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রসা পরিচালনা কমিটির সভপতি আলি আহম্মেদ মোড়ল। মাদ্রসার মুহাতামিম মোস্তাফা কামাল হাবিবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ুম জমাদ্দার,আলহাজ্জ্ব মাওলানা মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আজিজুর রহমান, মাওলানা মতিউর রহমান,হাফেজ মঈন উদ্দিন,অলিয়ার রহমান, আলহাজ্জ্ব আঃ লতিফ গোরদার, লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন, ওলামাদল নেতা শিক্ষক বিলায়েত হোসেন,বিএম নজরুল ইসলাম,মাওলানা মোঃ রবিউল ইসলামসহ মাদ্রসার আজীবন সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সকলে মধ্যহ্ন ভোজের মিলিত হন।