Image

কামারপুকুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহিমের পদ স্থগিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন কমিটির সভাপতি মো. ফাহিম মুন্তাছিরের প্রাথমিক সদস্য পদ সহ সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৮মে) সংগঠনের সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. শাহাদাত হোসেন আরাফাত স্বাক্ষরিত দেয়া এক পত্রে ওই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল তাঁর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি দলের ওই সিদ্ধান্ত অনুমোদন দেন।

ফাহিমের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ স্থগিতের বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও উপজেলা বিএনপিকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম রাব্বি বলেন, ফাহিম মুন্তাছিরের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট  অভিযোগ থাকায় দলের পক্ষ থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত বহাল থাকবে।