
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন
- May 09 2025 12:05
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সালাম কে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৮ মে (বৃহস্পতিবার) প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, অভিভাবক ও সচেতন এলাকাবাসী আয়োজনে নওয়াবেঁকী বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তারা বক্তব্যে বলেন, নওয়াবেঁকী মহাবিদ্যালয় (কলেজ) একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিগত ইং-২৭/১০/২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য উদ্যোগ নেন। পরিচালনা পর্ষদের সকল ক্যাটাগরিতে স্থানীয় সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অধ্যক্ষ মহোদয়, শিক্ষক বৃন্দ এবং এডহক কমিটির সদস্য বৃন্দ সকলের ঐক্যমতের ভিত্তিতে গত ২৫/০৪/২০২৫ তারিখের এডহক কমিটির মিটিং স্মারক সংখ্যা ০৪/২৫ মোতাবেক নাম প্রস্তাব করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়। যেখানে সভাপতি পদে এ কলেজের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও ভূমি দাতা এলাকার সর্বজন শ্রদ্ধেয় মোঃ আব্দুল মাজেদ (অবঃঅধ্যক্ষ) কে প্রথমে রেখে ২য় ও ৩য় নম্বরে যথাক্রমে তাশরিফা আফরীন এবং মুহাঃ আলমগীর কবির নাম প্রস্তাব করা হয়। কিন্তু সভাপতি পদে এডহক কমিটি প্রস্তাবিত প্রতিনিধি থেকে সভাপতি না নিয়ে এলাকায় সম্পূর্ণ অপরিচিত জনৈক আব্দুস সালাম কে মনোনয়ন দেয়া হয়েছে। নব্য সভাপতি প্রভাব খাটিয়ে কারো মতামতের তোয়াক্কা না করে স্থানীয় গণমানুষের প্রানের দাবী উপেক্ষা করে সম্পূর্ণ অনৈতিক ভাবে সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন। অনতি বিলম্বে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের দাবীর প্রতি মর্যাদা দিয়ে নব্য সভাপতি আব্দুস সালাম কে অব্যহতি দিয়ে এডহক কমিটি কর্তৃক প্রেরিত কমিটি থেকে সভাপতি নির্বাচন করে অনুমোদনের জোর দাবী জানানো হয়। অন্যথায় কলেজটির বৃহৎ স্বার্থে তীব্র আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে মর্মে মানববন্ধনে জানানো হয়। এ বিষয়টি নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট সকল মহলের কাছে জোর দাবী জানানো হয়। নওয়াবেঁকীর বিশিষ্ট সমাজসেবক কলেজের প্রতিষ্ঠা পরিবারের সদস্য এম, এম, আবুল কালাম মোড়লের সভাপতিত্বে ডা: লোকমান আহম্মেদ, আইয়ুব আলী, মনিরুজ্জামান মনি, নাজমুল আহছান রুনু, হাবিবুল্লাহ, আবুজার গেফারী প্রমূখ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন
- May 09 2025 12:05
সৈয়দপুরে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- May 09 2025 12:05
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- May 09 2025 12:05
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- May 09 2025 12:05
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July