
১৭ মে খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ডুমুরিয়া বিএনপির প্রস্তুতি সভা
- May 12 2025 18:53
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: আগামী ১৭ই মে খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলায়তনে শোভনা,ডুমুরিয়া,গুটুদিয়া বিএনপির ইউনিয়নের উদ্যোগে তারুণ্যের মহাসমাবেশ সফল লক্ষ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শেখ মশিউর রহমান লিটন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোরেজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র সম্মানিত সদস্য শেখ সরোয়ার হোসেন, শরিফুল ইসলাম জোয়াদ্দার.মোল্লা মাহবুর রহমান, খান ইসমাইল হোসেন,মোল্ল্যা কবির হোসেন, হাবিবুর রহমান বেলাল, আবু তাহের হিরা, খান আছাদুজ্জামান মিন্টু, মুনসুর আলী, জাফর খান, উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক মঞ্জুর রশিদ,শ্রমিক দলের সম্পাদক আব্দুল কাদের গুটুদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোশাররফ হোসেন মোনায়েম, জিল্লর রহমান তরফদার, শরাফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত রশিদ খান, শেখ আব্দুর রশিদ,ফরিদুল ইসলাম, হাবিবুর রহমান, মাস্টার আইউব আহম্মেদ,মহিলা দলের সম্পাদক জাহানারা বেগম, শেখ হাফিজুর রহমান বিশ্বাস,আবুল হোসেন খান, আরিফুর রহমান,কাজী মিজান,জয়নাল আবেদীন, মুছাব্বির, সাগর কাজী, হাদিউজ্জামান, ডুমুরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি সভাপতি আশিকুজ্জামান আশিক সাহাপুর কলেজের সভাপতি লিমন খান কাজী সাগর ইকবাল হোসেন, মহিতুর রহমান তরফদার, তৌহিদুল ইসলাম, মুসাব্বির, মতিন সরদার প্রমুখ।
আরো সংবাদ
১৭ মে খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ডুমুরিয়া বিএনপির প্রস্তুতি সভা
- May 12 2025 18:53
কালিগঞ্জে স্কুল শিক্ষিকা আলো’র অপসারণের দাবিতে মানববন্ধন
- May 12 2025 18:53
কালিগঞ্জে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- May 12 2025 18:53
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July