
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ভূরুঙ্গামারী থানার আল হেলাল মাহমুদ
- Jul 08 2025 15:44
আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে সফলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ আল হেলাল মাহমুদ।
সোমবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
২০২৫ সালের মে ও জুন মাসে ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক উদ্ধার, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি, জনগণের জান-মালের নিরাপত্তা বিধানসহ সার্বিক পুলিশি কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন ওসি আল হেলাল মাহমুদ। তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব আচরণ এলাকার সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও আভাস বাড়িয়েছে বলে সংশ্লিষ্ট মহলের মন্তব্য।
অনুষ্ঠানে কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, “জেলার প্রতিটি থানায় অফিসারদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে একটি নিরাপদ কুড়িগ্রাম গড়ে তুলতে হবে। সন্ত্রাসবাদ, মাদক, সাম্প্রদায়িক উস্কানি ও যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরো বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সাহস, সততা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।
সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার চলমান মামলাসমূহের অগ্রগতি, অপরাধ চিত্র ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার জেলার বিভিন্ন থানা থেকে আসা অফিসারদের উৎসাহিত করতে ভালো কাজের স্বীকৃতি প্রদান করেন।
উল্লেখ্য, আল হেলাল মাহমুদ একজন চৌকস ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পূর্বেও বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ভূরুঙ্গামারী থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
আরো সংবাদ
নাটোরে এনসিপি’র মঞ্চে এসে শিশু আবীর হত্যার বিচার চাইলেন মা-বাবা
- Jul 08 2025 15:44
কালিগঞ্জের নলতায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা
- Jul 08 2025 15:44
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি ভূরুঙ্গামারী থানার আল হেলাল মাহমুদ
- Jul 08 2025 15:44
শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে কৃষক দলের বৃক্ষরোপণ
- Jul 08 2025 15:44
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July