Image

কালিগঞ্জের নলতায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা

আরিজুল ইসলাম: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়, কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল, নলতা আহ্ছানিয়া দুরুল উলূম ফাজিল মাদ্রাসা, খেলার মাঠ ও মোবারকনগর বাজার এলাকায় পানি নিষ্কাশনের ড্রেনগুলো ব্যাক্তি স্বার্থে বন্ধ হওয়ার ফলে পানি নিষ্কাশনে ব্যহত হওয়ায় বর্ষার পানিতে পাকা সড়কে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে স্কুলের শিক্ষার্থী, যানবাহন ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলাচলের রাস্তার একপাশে দোকান ও ঘরবাড়ি তৈরী করার কারণে পানি নিষ্কাশনের ড্রেনগুলো প্রায় হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ও পথচারীরা পড়েছে বিপাকে। বিশেষ করে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যাতায়াতকারী কোমলমতি শতাধিক শিক্ষার্থী তাদের স্কুলে আসা-যাওয়ার ক্ষেত্রে প্রায়ই পা পিছলে পড়ে যায়। ফলে তাদের জামাকাপড় ও বইখাতা ভিজে স্কুলে না যেতে পেরে আবার ফিরে আসতে হয় বাড়িতে। বর্ষা হলেই জলাবদ্ধতায় শিক্ষা প্রতিষ্ঠানে ছটি দিতে হয়। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। গ্রামবাসী ও শিক্ষার্থীরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টি কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।