Image

সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সোমবার (১ সেপ্টেম্বর) ছিল মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মাটি ও মানুষের আস্থার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সৈয়দপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়। 

এসব কর্মসূচির মধ্যে ছিল, সকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দিনব্যাপী শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার, বিকেলে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা। 

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে দিবসের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য র‍্যালী। বিএনপির র‍্যালীকে স্মরণীয় করতে দুপুরের পর থেকে জেলা,উপজেলা, পৌর বিএনপি ছাড়াও যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, তাঁতী দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, জাসাস, জিয়া পরিষদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ, জিয়া মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। সেখানে র‍্যালী পূর্ব সমাবেশে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বিলকিস ইসলাম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, কৃষকদলের কেন্দ্রীয় সদস্য কৃষিবীদ পারভীন আক্তার, জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন,  মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু সরকার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহীন হোসেন,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ওসমান গনি, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি আবু সাইদ, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু জেলা তাঁতী দলের সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালী। এসময় দলীয় সঙ্গীত পরিবেশন ও বাদ্যযন্ত্রের তালে তালে র‍্যালীটি মুখরিত হয়ে ওঠে শ্লোগানে শ্লোগানে। নেতাকর্মীদের হাতে দেখা যায় জাতীয় ও দলীয় পতাকা। রংবেঙের ফেস্টুন, ব্যানার শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সকলের মুখে মুখে একটাই শ্লোগান, দেশ গড়েছেন শহীদ জিয়া,নেত্রী মোদের খালেদা জিয়া। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। তারুণ্যের প্রথম ভোট ধানেরশীষ ধানেরশীষ। র‍্যালীটি গোটা শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি সমর্থিত বিভিন্ন শ্রমিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।