Image

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ১৪ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। রোববার সন্ধ্যার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি ও বিএসএেফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। এরপর রোববার রাতে বিজিবি আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জের মিজানুর রহমান শেখ (৩৮),তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৪),তাঁদের ছেলে-মেয়ে শামীম ও রুমা,পিরোজপুরের জিয়ানগর থানার কবির শেখ,তাঁর স্ত্রী তফুরা খাতুন ও সাতক্ষীরার আশাশুনির কাদের মোড়লসহ ১৪ জন।

 

বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম জানান, অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ । পরে রোববার সন্ধ্যায় তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলি তাদেরকে বিজিবি’র কাছে ফেরত দেন। হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

 

সাতক্ষীরা সদর থানার (ওসি) শামিনুল হক জানান, ১৪ বাংলাদেশী নাগরিককে সোমবার রাতে বিজিবি থানায় হস্তান্তর করে। নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের পর কয়েকজনকে রাতে ও বাকীদের সোমবার সকালে আত্মীয় স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।