কালিগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের র্যালি ও আলোচনা সভা
- Nov 07 2025 14:43
আবু হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। উপজেলা বিএনপির দুই গ্রুপের পক্ষ থেকে শুক্রবার বিকেলে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৪ টায় জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য শেখ খায়রুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ জাকির ও আবু হাসান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, সাধারণ সম্পাদক মিলন সরকার, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হেসেন, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসাদুজ্জামান খোকা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, সাবেক সাংগঠনিক সম্পাদক জিন্নাত খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলিদ হোসেন, সাতক্ষীরা জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা জাসাস এর যুগ্ম-আহ্বায়ক আব্দুল লতিফ, হাসানুজ্জামান,
মৌতলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কাজি তহিনুর রহমান, যুগ্ম-আহবায়ক কাজী হাবিবুর রহমান, নলতা ইউনিয়ন যুবদলের আঃ কাদের মেম্বার, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম পারভেজ, ভাড়াশিমলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহসিন আলী, ভাড়াশিমলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আলিম বাবু, সাতক্ষীরা জেলা তরুণ দলের (সহ-সভাপতি ১৯) আশরাফুল ইসলাম, নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফায়েল মোড়ল, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজ হোসেনসহ বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড় গোলচত্বরে যেয়ে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বর্ণাঢ্য জীবন সম্পকে আলোচনা করেন।
এছাড়া বিকেল ৪টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দীন। আলোচনা সভায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
বিপুল উৎসাহ উদ্দীপনায় সৈয়দপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- Nov 07 2025 14:43
কালিগঞ্জে ‘কিশোরকণ্ঠ ফাউন্ডেশন’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- Nov 07 2025 14:43
কালিগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের র্যালি ও আলোচনা সভা
- Nov 07 2025 14:43
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





