Image

কালিগঞ্জে ‘কিশোরকণ্ঠ ফাউন্ডেশন’র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ‘কিশোরকণ্ঠ ফাউন্ডেশন’ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কালিগঞ্জ সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে  অনুষ্ঠিত এ পরীক্ষায় ৪র্থ থেকে ১০ম শ্রেণির ৫ শতকধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

আয়োজকরা জানান, জেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত মূল্যায়ন ও উৎসাহিত করার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। জেলার ৭টি উপজেলায় ৮টি কেন্দে একযোগে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। 

 

 ফলাফল প্রকাশ শেষে বৃত্তিপ্রাপ্তদের মাঝে দুই লক্ষাধিক টাকার বৃত্তি দেয়া হবে। এছাড়া প্রতিটি শ্রেণির শীর্ষস্থান অধিকারী (টপার) শিক্ষার্থীকে একটি করে সাইকেল উপহার দেওয়া হবে। তারা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল প্রতিযোগিতা, অধ্যবসায়ের মনোভাব এবং ইতিবাচক শিক্ষাচর্চা ছড়িয়ে দিতে এ আয়োজন। অভিভাবক ও শিক্ষকরা জানান, এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।