Image

সৈয়দপুরে শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার হাজারীহাট মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক হাজারীহাট মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সভাপতি হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, শ্বাষকান্দর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, হাজারীহাট মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসার মাওলানা শেখ  মো. একরামুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুনগত মানোন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক,  কয়ানিজপাড়া  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্ সরকার, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন শাহ্, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. সামসুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।