Image

কালিগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতের এমপি প্রার্থী রবিউল বাশারের মতবিনিময়

আবু হাসান: গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮ টায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মুহাদ্দিস রবিউল বাশার বলেন, বাংলাদেশ ৫৪ বছর আগে স্বাধীনতা অর্জন করলেও সেই স্বাধীনতার কাঙ্খিত স্বাদ আমরা পাইনি। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত দেশ ও জাতির কল্যাণ সাধন করা। কিন্তু রাজনীতির মূল উদ্দেশ্য যদি নিজের স্বার্থের জন্য হয় তাহলে সে জাতি কখনও উন্নতি লাভ করতে পারে না। আমরা দেখেছি দেশের সম্পদ বাইরে নিয়ে বাড়ি ঘর করা হয়েছে। বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে, দেশেও টাকা পয়সা জমিয়েছে। জাতির উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের দেশ ও মানুষের জন্য কাজ করা দরকার। সে জন্য সৎ ও যোগ্য হওয়া দরকার। শুধুমাত্র সৎ এবং যোগ্য নেতৃত্ব দেশের উন্নতি সাধন করতে পারে। তিনি আরও বলেন, সমাজে সাংবাদিকদের মর্যাদা অনেক বেশী। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গরুত্বপূর্ণ। এ জন্য সাংবাদিকদের উচিৎ সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। মিথ্যা যেন মাথা উঁচু করে দাড়াতে না পারে সে ব্যাপরে সাংবাদিকসহ সকল দেশপ্রেমিক মানুষকে নিজ নিজ জায়গা থেকে ভুমিকা পালনের জন্য তিনি আহ্বান জানান।

 

উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি জামায়াত নেতা ড. মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, অর্থ সম্পাদক মো. শের আলী, সিনিয়র সদস্য শেখ শরিফুল ইসলাম, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংবাদিক সাইফুল বারী, আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, আফজাল হোসেন, গাজী মিজানুর রহমান, সোহরাব সবুজ, শেখ আরিফুজ্জামান, মীম ইসলাম প্রমুখ।