নীলফামারীর ২ টি আসন থেকে চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
- Jan 20 2026 15:35
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নীলফামারীর দুইটি আসনের চার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মঙ্গলবার (২০ জানুয়ারী) তাদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর জেলায় চারটি সংসদীয় আসনে চুড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন ২৭ জন।
নীলফামারী -১ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুইজনপ্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন, মো. সাদ্দাম হোসেন(খেলাফত মজলিস) ও রফিকুল ইসলাম(স্বতন্ত্র)। এ আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সাত্তার, জাতীয় পাটির মো. তছলিম উদ্দিন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর জেবেল রহমান গণি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, জাতীয় পার্টির
(জেপি) মখদুম আজম মাশরাফী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকর্সবাদী) রফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের সিরাজুল ইসলাম।
নীলফামারী-২ আসনে ছয় জন প্রার্থীর মধ্যে কেউ তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি। এ আসনে যারা নির্বাচন করবেন তারা হলেন, বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল ফারুক আব্দুল লতীফ, খেলাফত মজলিশের মো. সারোয়ারুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাসিবুল ইসলাম, স্বতন্ত্র মো. মিনহাজুল ইসলাম মিনহাজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মো. সিরাজুল ইসলাম।
নীলফামারী-৩ (জলঢাকা)আসনেও কেউ প্রার্থীতা প্রত্যাহার করেননি। এ আসনে যারা নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবেন তারা হলেন, বিএনপির আলহাজ্ব সৈয়দ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পাটির রোহান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমজাদ হোসেন (সরকার)।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এলডিপি’র নুর মোহাম্মদ এবং জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র করা হয়েছে মো. জয়নাল আবেদীনের। এ আসনে জয়নাল আবেদীন ও আলহাজ্ব সিদ্দিকুল আলম জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বর্তমানে নীলফামারী- ৪ আসনে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন ৯ জন প্রার্থী। প্রার্থীরা হলেন - বিএনপির মো. আব্দুল গফুর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল মুনতাকিম, জাতীয় পাটির আলহাজ্ব সিদ্দিকুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মো. মাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পাটির মির্জা মো. শওকত আকবর রওশন। স্বতন্ত্র তিন প্রার্থী হলেন, মোঃ রিয়াদ আরফান সরকার, এসএম মামুনুর রশিদ ও জোবায়দুর রহমান হীরা।
আরো সংবাদ
ডুমুরিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব
- Jan 20 2026 15:35
নীলফামারীর ২ টি আসন থেকে চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
- Jan 20 2026 15:35
টিআরএম বাস্তবায়নের মাধ্যমে নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি
- Jan 20 2026 15:35
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত
- Jan 20 2026 15:35
শ্যামনগরে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন
- Jan 20 2026 15:35
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





