Image

ডুমুরিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ার থুকড়া আর,আর,জি,জি,টি মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উৎসবে ছিল উপচে পড়া ভীড়। পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান।  প্রধান শিক্ষক বি এম কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি শেখ সরোয়ার হোসেন, চেচুড়ি কেবি মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক বি এম কামরুজ্জামান,মিকশিমিল মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম,রংপুর মধ্যপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন, রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেসা খাতুন,কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান রায়,গোলাম মোস্তফা,সুশান্ত রায়,এম এম মোনায়েম,শেখ মামুন পারভেজ,শেখ আহাদুল প্রমুখ।

১০টি স্টলে ফুল পিঠা, তারা পিঠা, জামাই পিঠা, বিস্কুট পিঠা, পাটি সাফটা, সূর্যমূখী, সুজি পিঠা, কুলি পিঠা,পান পিঠা, চিতই পিঠা, ভ্যানিলা,মাছ পিঠা,ভাপা পিঠা, দুধপুলি, গোলাপ পিঠা,নকশী পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা হাজির করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।