Image

শ্যামনগরে জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার চরের বিল গ্রামে সন্ত্রাসীদের কবল থেকে জমি দখল পেতে জমির মালিকদের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে।

২০ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে আটুলিয়া চরের বিলের গ্রামের জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জমির মালিকরা মানববন্ধনে জানান, পূর্ব বায়া মোছাঃ নূরজাহান বেগম সি,এস ২৪৯ খতিয়ানের মালিক রিয়াজ উদ্দীন দিং থেকে ১৯৫০ সালে (বাংলা ১৩৫৬) বন্দোবস্ত প্রাপ্ত হন। নূরজাহানের নামে আর,এস না হওয়ায় খুলনা সাব-জজ আদালতে টি,এস ৩১/৫৬ নং দেওয়ানী মোকদ্দমা দায়ের করা হয়। দুতরফা সূত্রে নূরজাহান বেগম ডিক্রী পান। তৎপরবর্তী ইউ,এস ৫৪ মোতাবেক স্বনামে রেকর্ড করানোর জন্য মিস কেস ১৩৮৫/১৯৬০ দায়ের করেন। মামলায় এজমালিতে নূরজাহানের নামে রেকর্ড হয়। রেকর্ড পৃথক করার জন্য একই আদালতে মিস ২১/আর-১৯৬০-৬১ নং খারিজ কেস দাখিল করে নূরজাহানের নামীয় ২৪.৬৬ একর জমি এস, এ ৬৬৮/১ পৃথক খতিয়ান প্রস্তুত হয়। পরবর্তীতে নূরজাহানের স্বামী আব্দুর রহিম খুলনা সাব জজ আদালতে নূরজাহানকে বেনামদার ঘোষণা করায় সমুদয় সম্পত্তি টি,এস ১০৯/৬১ নং মামলা আনায়ন করে নিজ মালিকানা প্রতিষ্ঠা করে ২২/০৮/৬১ তারিখে ডিক্রী লাভ করেন।  আব্দুর রহিম স্বদখলীয় ২৪.৬৬ একর জমি ইং-২১/০৮/১৯৬৩ তারিখে ৮২৫১ নং রেজিঃ কোবলা মূলে ইউসূফ আলী সানার নিকট দখল হস্তান্তর করেন।

ক্রেতার ক্রম অনুসারে ইউসূফ আলী সানা ও তার ওয়ারেশ গণ একাধিক দলিল মূলে সাব রেজিঃ করে দেন ইং-১৯৮১ সালে বর্তমান জমির মালিক আনোয়ার হোসেন দিং। মাঠ স্তর থেকে বর্তমান মালিকেরা রেকর্ড পায়। জমি হতে স্কুল ও কলেজে ১.৯৯ একর জমি দান করেন। অবশিষ্ট ২২.৬৭ একর জমি ৬২৩ ডিপিতে বহাল থাকে। বিগত আওয়ামীলীগ প্রভাবশালী নেতা হাছিম সরদারের প্রভাবে সম্পূর্ণ বেআইনি ও ভ্রমাত্মক এস, এ রেকর্ডের ভিত্তিতে ২১/০৯/২০১৪ তারিখে ৩১ ধারায় অবৈধ ভাবে কর্তন করে নেয়ার অভিযোগ উঠে। জমির মালিকগণ ৪২ (ক) বিধিতে বিচার প্রাপ্ত হয়ে দুতরফা সূত্রে রায় পেয়ে  গেজেট পর্চা প্রাপ্ত হয়ে অদ্যবধি জমির মালিকগণ খাজনা করাদি পরিশোধ করে আসছে। আওয়ামীলীগ প্রভাবশালী নেতার সন্ত্রাসী লিডার হাচিম সরদার, আমিন সানা, রবিউল সানা, বজলুর রশিদ, আবুল হোসেন সানা দিং এখনোও জমি দখলের অপচেষ্টা করছে। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মানববন্ধনে জমির মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন জি.এম. আতিয়ার রহমান, জি, এম, মতিউর রহমান, মোজাফফর হোসেন সানা, চরের বিল, মেতাহুর শেখ, শ্যামনগর, আলমগীর হোসেন, আলতাফ হোসেন, সোমশের আলী ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ।