Image

ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করতে চাই: লবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেচেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। 

দেশের সকল সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ তারেক রহমান রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন, মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করতে একমাত্র বিএনপির পতাকা তলে আসার আহবান জানিয়েছেন। সে লক্ষ্য অর্জনে সকল ভোটারকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে সহযোগিতা করতে হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি আপনার মুল্যবান ভোট দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে প্রদান করবেন সেই প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, ডুমুরিয়া-ফুলতলার জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ শুরু করেছি। আমি এমপি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান করা। আজ আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি,আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। সুবিধা বঞ্চিত এ অঞ্চলের মানুষের জীবনযাত্রারমান উন্নয়ন করতে চাই। আজ শুক্রবার দিনব্যাপি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার কর্মসুচীতে তার সফর সঙ্গী ও বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান,গাজী আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, শেখ মতিয়ার রহমান বাচ্চু, শেখ আতিয়ার রহমান, জি এম মিজানুর রহমান লিটন,মোঃ কবির হোসেন,যুবনেতা আব্দুল্লাহ হেল কাফি, আলি আক্কাস,আহম্মদ আলী ফকির, মিলন কান্তি মল্লিক, শেখ আব্দুল গফফার, শেখ ফরিদুল ইসলাম, এফ এম রফিকুল ইসলাম, আনছার আলী মোল্ল্যা, আব্দুল লতিফ সরদার, শেখ কবির হোসেন, হাদীউল মোল্ল্যা, হাফিজ বাগাতি, সরদার আনোয়ার হোসেন, শেখ নজরুল ইসলাম, হজরত আলী দফাদার, শেখ হাবিবুর রহমান, হারুন বাগাতি, শেখ আজিজুর রহমান,হারুন বাগাতি,রেনুকা মল্লিক,গাজী মফিজুর রহমান, জাফর মোল্লা, হাফিজুর খান, খান রবিউল ইসলাম, তরিকুল ইসলাম লাবু, জুয়েল শেখ, মইন বাগাতি প্রমুখ।