সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- Jan 30 2026 16:22
আরাফাত আলী : সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম তরফদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামে অবস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম তরফদার উপজেলার মথুরেশপুর এলাকার রজব আলী তরফদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম তরফদার দীর্ঘদিন যাবত সাঈদ মেহেদীর মাছের ঘেরে শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার দুপুরে তিনি ঘেরের ভেড়িতে অবস্থিত সরিষা ক্ষেতে মোটরের মাধ্যমে পানি দিতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় অপর এক কর্মচারী নুর ইসলামকে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে নুর ইসলামকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরো সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- Jan 30 2026 16:22
ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করতে চাই: লবি
- Jan 30 2026 16:22
সাতক্ষীরার কালিগঞ্জে শতাধিক ব্যক্তিকে কম্বল দিলো 'কুটির'
- Jan 30 2026 16:22
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





