Image

সাতক্ষীরার কালিগঞ্জে শতাধিক ব্যক্তিকে কম্বল দিলো 'কুটির'

বিশেষ প্রতিনিধি: শতাধিক দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের শীত নিবরণের লক্ষ্যে কম্বল প্রদান করলো সাতক্ষীরার কালিগঞ্জের বেসরকারি সংস্থা 'কুটির'।

শুক্রবার (৩০ জানুয়ারি) উত্তর কালিগঞ্জে অবস্থিত কুটির এর নিজস্ব কার্যালয়ে নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র সরদারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।

কুটির এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মধুসূদন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য নিরঞ্জন মন্ডল, বিজীত কুমার বর্মন, কুটিরের সহ-সভাপতি  সুকৃতি বসাক, নির্বাহী সদস্য উজ্জ্বল মন্ডল, রনজিত সরকার, সুভাষ ঘোষ, দুলাল হালদার, সরোজিত মন্ডল প্রমুখ।