দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দেব না: দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার
- Jan 30 2026 15:31
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেব না। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে কালিগঞ্জ উপজেলার নলতা, বিষ্ণুপুর, মথুরেশপুর ও চম্পাফুল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সমাবেশে অংশ নেন তিনি।
সকালে নলতা ইউনিয়নের নলতা কাঁচা বাজার ও নলতা মোবারক নগর বাজারে গণসংযোগ করেন। বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা, মথুরেশপুর ইউনিয়নের দিয়া ফুটবল মাঠে পথসভা এবং সন্ধ্যায় চম্পাফুল ইউনিয়নের থালনায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতির জন্য চরম লজ্জার। অসৎ নেতৃত্বের কারণেই দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা অতীতে দেখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারে থেকে দুইটি মন্ত্রণালয় পরিচালনা করেছে। সার্চলাইট দিয়ে খুঁজেও সেখানে কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায়নি। দেশের সার্বভৌমত্ব, সুষম উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অপরাধী ছাড়া সব দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করবে। সংসদে যেতে পারলে সাতক্ষীরা জেলাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের কৃষক, শ্রমিক, দলীয় কর্মী, সমর্থক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- Jan 30 2026 15:31
ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন কাজ করতে চাই: লবি
- Jan 30 2026 15:31
সাতক্ষীরার কালিগঞ্জে শতাধিক ব্যক্তিকে কম্বল দিলো 'কুটির'
- Jan 30 2026 15:31
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





