
সাতক্ষীরার কালিগঞ্জে নানা আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস উদযাপন
- Nov 20 2023 15:59
শেখ ইকবাল আলম বাবলু, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন আয়োজনে পাক হানাদারমুক্ত দিবস উদযাপিত হয়েছে। ২০ নভেম্বর (সোমবার) সকালে পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক রহিমা সুলতানা বুশরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সংন্তান কমান্ডের নেতৃবৃন্দ, সূধীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং মহৎপুর সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের কবর জিয়ারত ও তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
পরবর্তীতে একটি আনন্দ র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বেলা সাড়ে ১২ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাহিমা সুলতানা বুশরা।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খাঁন আহছানউল্লা, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু, বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রমুখ।
এ সময় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
কালিগঞ্জে স্কুল শিক্ষিকা আলো’র অপসারণের দাবিতে মানববন্ধন
- Nov 20 2023 15:59
কালিগঞ্জে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- Nov 20 2023 15:59
ভূরুঙ্গামারীতে বোরো ধানের বাম্পার ফলন, দামে হতাশ কৃষক
- Nov 20 2023 15:59
সর্বশেষ
Weather

21 °C
Mostly Cloudy
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July