জাঁকজমকপূর্ণ পরিবেশে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের অভিষেক অনুষ্ঠান
- Jun 09 2024 14:42
বিশেষ প্রতিনিধি: হাজার হাজার সমর্থকের সরব উপস্থিতিতে জামজমকপূর্ণ পরিবেশে অভিষেক হলো কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন এবং ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু ও ফারজানা শওকত আফি’র। রোববার (৯ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তারালী ইউপির চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামী পাঁচবছর আমি আপনাদের কল্যাণে কাজ করার জন্য সর্বদা চেষ্টা করবো। উপজেলার ১২ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। আমি কালিগঞ্জকে স্মার্ট উপজেলা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য আপনাদেরও স্মার্ট হতে হবে। চলার পথে কাজের ক্ষেত্রে ভুল হলে সেগুলো অবগত করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমার পিতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান আপনাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, ভালবাসার মানুষ ছিলেন। আমি তার সন্তান হিসেবে সারাজীবন আপনাদের ভালবাসা নিয়ে বাঁচতে চাই। দলমত নির্বিশেষে সকলের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকাত আফি, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মৌতলা ইউপি’র সংরক্ষিত ওয়ার্ডের মেম্বর মাহফুজা পারভীন খুকু, চাম্পাফুল ইউপি’র মেম্বর সাইলুজ্জামান সাইলু প্রমুখ।
কালিগঞ্জ আদর্শ মহিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্যাহ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার আহম্মেদসহ উপজেলার বিভিন্ন ইউপি’র মেম্বার, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীবৃন্দ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ দায়িত্বভার বুঝে নেন এবং কার্যক্রম শুরু করেন।
আরো সংবাদ
সুনামগঞ্জে সালিশ করতে গিয়ে যুবক খুন, আটক ৪
- Jun 09 2024 14:42
সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Jun 09 2024 14:42
১৫১ রাজাকারকে গুলি করে হত্যার মধ্য দিয়ে পতন ঘটে কপিলমুনি রাজাকার ঘাঁটির
- Jun 09 2024 14:42
শ্যামনগরে গণদাবির মুখে জবরদখল মুক্ত হলো ১৩ একর জমি
- Jun 09 2024 14:42
বাগেরহাটের মোরেলগঞ্জে ফেন্সিডিলসহ নারী ও তিন মাদকসেবী আটক
- Jun 09 2024 14:42
সর্বশেষ
Weather
- London, UK
- 13%
- 6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July