
শ্যামনগরে মৎস্য ঘের দখলের পাঁয়তারা
- Mar 20 2025 17:38
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মৎস্য ঘের দখলের অপচেষ্টার বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ টি দায়ের করেন- গাবুরার ১০ নং সোরা গ্রামের শেখ আজিজ হোসেনের পুত্র শেখ মঈনুল আলম। তিনি লিখিত অভিযোগে জানান, একই গ্রামের রবিউল ইসলাম (৪৬), কামরুল ইসলাম (৩২), রফিকুল ইসলাম (৪৭), হাবিবুর রহমান (৫০), সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি অভিযোগে জানান, তারা ভূমিদস্যু, লাঠিয়াল, পরসম্পদলোভী প্রকৃতির লোক । পার্শ্বেমারী মৌজার ৩০৯ খতিয়ানের প্রায় ৪৫ বিঘা জমি বা সম্পত্তি পৈত্রিক ও ডিড সূত্রে ঘের মালিক হয়ে শেখ মঈনুল আলম ভেড়ীবাধ দিয়ে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছেন। তাছাড়া তার ঘেরের পার্শ্ববর্তী ঘের গুলো তাদের অন্যান্য শরিকরা ভোগ দখল করে আসছেন। লাভ ও লোভের বশবতী হয়ে তারা গত ১৮ মার্চ বেলা অনুমান ১২ টা দিকে তাদের সঙ্গীয় লোকজন নিয়ে এ সম্পত্তিতে প্রবেশ করে ঘেরের ভেড়ী বাঁধ কর্তন করে জমির আকৃতি-প্রকৃতি নষ্ট করে মাছ ও পানি বের করায় প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। তাদের এহেন কাজে বাধা প্রদান করলে শেখ মঈনুল কে মারার জন্য উদ্যত হয়ে খুন জখম সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ঘের টি দখলের অপচেষ্টা করে। অবৈধভাবে জোর পূর্বক মৎস্য ঘের টি দখলের পাঁয়তারা করার বিরুদ্ধে অভিযোগ করেন। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, থানা পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিষয়টি আইনানুগ ব্যবস্থা নিতে চেষ্টা অব্যাহত রেখেছেন।
আরো সংবাদ
পাইকগাছায় একটি সালিশকে কেন্দ্র করে সাংবাদিক পরিবারের উপর হামলায় আহত-৪
- Mar 20 2025 17:38
শ্যামনগর থানা মাদ্রাসার বহুতল ভবন উদ্বোধন করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম
- Mar 20 2025 17:38
সুনামগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
- Mar 20 2025 17:38
সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Mar 20 2025 17:38
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July