
পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
- May 12 2025 10:19
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নামে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী সত্যজিৎকে দিয়ে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ থেকে গাজী মিজানুর রহমান মন্টুর বাড়ি পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী ১ কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে কপোতাক্ষ মার্কেট সম্মুখে চৌরাস্তার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় পাইকগাছা ছাত্রদলের সাবেক উপজেলা আহবায়ক জিএম মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে। স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ইউনুছ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, সাংবাদিক আব্দুল গফুর, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, পৌর কাউন্সিলর বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্তিক, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী শিবপদ মন্ডল, মৎস্য আড়ংতের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ব্যবসায়ী রেজাউল ইসলাম, ছাত্র নেতা সাদ্দাম হোসেন,মাষ্টার জয়দেব কুমার রায়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, কুখ্যাত সন্ত্রাসী মৃনাল বাহিনীর ক্যাশিয়ার ও সেকেন্ড ইন কমান্ড এবং সাবেক এমপি আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামানের একান্ত সহচর দেলুটী ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী শিবপদ সরদার ও সত্যজিত সরদার। যাদের কর্মকান্ড চাঁদাবাজী, দখলবাজী।
৫ ই আগস্টের পর সন্ত্রাসীদ্বয় গটফাদারের খোজে বের হয়। লতা ইউনিয়নের চিহ্নিত চাঁদাবাজ ও দখলবাজ আবু মুছার মাধ্যমে উপজেলা বিএনপির শীর্ষ নেতার আশ্রয় গ্রহণ করেন। ওই নেতার নির্দেশনায় তারা উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজী দখলবাজী সহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সম্প্রীতি সবুজ মৎস্য খামারের স্বত্বাধিকারী মাশফিয়ার রহমান সবুজের ৭শত বিঘা চিংড়ী ঘের দখল করতে ব্যর্থ হয়ে বিএনপির বিতর্কিত ঐ শীর্ষ নেতার ইন্দনে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সোলাদানা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এস,এম এনামুল হক সহ ১২ বিএনপি নেতাকর্মীদের নামে চাঁদাবাজী মামলা দিয়েছে। ঐ সকল সন্ত্রাসী দিয়ে প্রতিদ্বন্দীনেতাদের নিধন করে নিজের পদ ও আধিপত্য বিস্তারে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
১/১১ এর প্রেতত্ত্বা মুখোশধারী উপজেলা বিএনপির নেতা ও তার অনুসারীরা উপজেলার বিভিন্ন এলাকায় দখলবাজী, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড করায় বিএনপির তৃণমূলেরত্যাগী নেতাকর্মীরা বিভ্রান্তীকর পরিস্থিতির শিকার হচ্ছে। সম্প্রীতি পাইকগাছা উপজেলায় অনলাইন জোয়ার মাষ্টার মাইন্ড ও চাঁদখালী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক আরাফাত হোসেন স্বপ্নীলকে থানা থেকে ছাড়ার জন্য জোর তদবীর শুরু করেন, সে সময় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সন্ত্রাসী সত্যজিৎ ও শিবপদ এবং তাদের গডফাদারদের অনতিবিলম্বে, এই সব চিহ্নিত্ত সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ ও তাদের অনুসারীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
আরো সংবাদ
১৭ মে খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে ডুমুরিয়া বিএনপির প্রস্তুতি সভা
- May 12 2025 10:19
কালিগঞ্জে স্কুল শিক্ষিকা আলো’র অপসারণের দাবিতে মানববন্ধন
- May 12 2025 10:19
কালিগঞ্জে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- May 12 2025 10:19
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July