Image

কালিগঞ্জে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

আবু হাসান: সাতক্ষীরার কালিগঞ্জে স্কুল শিক্ষকের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে অবস্থিত মৃত সীতানাথ কমর্কারের ছেলে স্কুল শিক্ষক মহাদেব কর্মকারের বাড়িতে। এ ঘটনায় আহত হয়েছেন বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব কর্মকার (৫৫), তার সহোদর মধু কর্মকার (৬০) ও মধু কর্মকারের স্ত্রী সরস্বতী কর্মকার (৫৪)।

প্রতিবেশী উদয় কর্মকার ও ভুক্তভোগী মহাদেব কর্মকারের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির লোহার গেট ও মূল দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের লোহার রড, শাবল ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হন মহাদেব কর্মকার, মধু কর্মকার ও সরস্বতী কর্মকার। ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে পুরো ঘর তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার পুলিশ ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যেয়ে ভুক্তভোগী পরিবারের খোঁজখবর নেন।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা বলেন,“ডাকাতির খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা ডাকাত দলকে শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতি ও এলাকায় পুলিশী টহল না থাকায় ডাকাতরা এমন বেপরোয়া হামলা চালাতে পেরেছে। উপজেলার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত চুরি, ডাকাতি, হামলাসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড ঘটছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা।