
সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন রানা আজহার আর নেই
- Jul 05 2025 14:28
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের ডাইরেক্টর ও শহরের বিশিষ্ট প্লেন শীট ব্যবসায়ী স্টীল কর্ণারের স্বত্ত্বাধিকারী লায়ন রানা আজহার (৬৫) আর নেই। তিনি আজ শনিবার (৫ জুলাই) সকাল পৌনে ৮ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। বেশ কিছুদিন যাবৎ হৃদরোগে ভূগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ কাল রোববার (৬ জুলাই) বাদ জোহর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কিছু সময় তাঁর মরদেহ রাখা হবে। পরে বাদ আছর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা, সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন মো. হানিফ, প্রাক্তন জেলা গভর্ণর ও দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক লায়ন মো. মোজাম্মেল হক লালু, প্রথম জেলা ভাইস গভর্ণর লায়ন মহসিন ইমাম চৌধুরী, দ্বিতীয় জেলা ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মঈন, কেবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, কেবিনেট ট্রেজাবার লায়ন এ্যাডভোকেট মো. এনায়েত উল্লাহ শফিক, মাল্টিপল জেলা সেক্রেটারি লায়ন এইচ এম সাজ্জাদ হোসেন শান্ত, লায়ন্স অব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন জাকির হোসেন মেনন ও সাধারণ সম্পাদক হাসান ইমাম, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মশিউর রহমান, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সভাপতি লায়ন আমিনুল হক ও অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. রেজাউল হক ও সাধারণ সম্পাদক লায়ন মো. জোবায়দুল ইসলাম মিন্টু, সদ্য সাবেক সভাপতি লায়ন প্রভাষক কহিনুর বেগম, সাবেক সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদল, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ মো. আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বাবুল হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাজেদুল ইসলাম, আজহারুল সরকার রানা, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম পারভেজ, সাংবাদিক কাজী জাহিদ, মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, মিজানুর রহমান মিলন, এম ওমর ফারুক, হীরা শর্মা, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু, বিশিষ্ট সংবাদপত্র ব্যবসায়ী খালিদ নিয়াজী নান্না, আলহাজ্ব মো. মজিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
আরো সংবাদ
সাতক্ষীরা-৩: মানুষের সেবা করতে চান স্বেচ্ছাসেবক দল নেতা মির্জা ইয়াছিন
- Jul 05 2025 14:28
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফ, সম্পাদক মনিরুজ্জামান
- Jul 05 2025 14:28
সৈয়দপুরের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন রানা আজহার আর নেই
- Jul 05 2025 14:28
সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙ্গনের কাবলে আবাদি জমি
- Jul 05 2025 14:28
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July