Image

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফ, সম্পাদক মনিরুজ্জামান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৪ জুলাই, শুক্রবার রাত ৯টায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এস.এম. মনিরুজ্জামান।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান মানিক।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সৃষ্টি নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক ও সোনাহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সাংবাদিক মোখলেছুর রহমান। তাঁর সুপরিকল্পিত তত্ত্বাবধানে নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি আরিফুল ইসলাম জয় বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই ইউনিটির সকল সহকর্মীদের, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। ভিন্নমতের মধ্যেও সহমতের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে— তা ভূরুঙ্গামারীর সাংবাদিকতার জন্য একটি ইতিবাচক বার্তা। ঐক্য, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম লক্ষ্য।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই নির্বাচিতদের নিয়ে একটি সভা ডাকা হবে এবং সবার মতামতের ভিত্তিতে রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে উপজেলার গণমাধ্যমকর্মীদের একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে কাজ করে আসছে। এই সংগঠন নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে।