Image

কালিগঞ্জে শারদীয় দুর্গাপূজা পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবু হাসান: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে প্রস্তুতি সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। 

 

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রনজিৎ সরকার, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনের ডিজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, বিজিবির খানজিয়া কোম্পানী কমান্ডার এলিচ মাহমুদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন,  প্রমুখ।

 

সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা আবুল বাশার, ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, কুশলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায়, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি ভবসিন্ধু মন্ডল, সাদপুর শিবমন্দির কমিটির সভাপতি প্রদীপ ঘোষ, পরমানন্দকাটি সার্বজনীন পূজামন্ডপ কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাইয়া গোপাল, বিষ্ণুপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, সোনাতলা পূজা মন্ডপ কমিটির সভাপতি গোবিন্দ মন্ডল, ভাড়াশিমলা পূজামন্ডপ কমিটির সভাপতি বিকাশ চন্দ্র দাশ প্রমুখ। 

 

প্রস্তুতিসভায় প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

প্রস্তুতি সভায় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  

 

এ বছর উপজেলার ১২ ইউনিয়নে ৪৯ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।