
পাইকগাছায় জমি নিয়ে মালিক ও বর্গাদারের মধ্যে বিরোধ, অপপ্রচারের অভিযোগ
- Sep 15 2025 14:40
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জায়গা জমি নিয়ে মালিক ও বর্গাদারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিরোধকে কেন্দ্র করে বর্গাদার অনিমেষ মন্ডল মানববন্ধন করে জমির মালিক অধীর মন্ডলের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অধীর মন্ডল ও তার পরিবার। এ ঘটনাটি ঘটেছে উপজেলার গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালীতে।
জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের নুনিয়া পাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য অধীর মন্ডল তার পরিবারের সদস্যদের নামে গত ১৫-০২-২০০০ সালে ৬৬৯ নং এবং ০৫-০৪-২০০০ সালে ১৫৩ নং কোবলা দলিল মূলে ২ একর ৮৯ শতক জমি ক্রয় করেন। যার তপশীল কুমখালী মৌজার ১১৯৪ ও ১২৯৮ খতিয়ানের ৬৪২/৬৪৬/৬৭৯ দাগে জমির পরিমান ২ একর ৮৯ শতক। দু’টি দলিলের দাতারা হলো কয়রার মঠবাড়ীয়ার মৃতঃ সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে মনিন্দ্র/ বিজন/ কিরন ও কৃষ্ণ ও মৃতঃ অমরেন্দ্র মন্ডলের ছেলে অরুন মন্ডল। আর ক্রেতা হলো পাইকগাছার সোলাদানা ইউনিয়নের নুনিয়াপাড়ার অধীর মন্ডলের স্ত্রী লীলাবতী। পরবর্তীতে এ জমি রামপ্রসাদ মন্ডলের স্ত্রী শিপ্রা ও সুব্রত মন্ডলের ছেলে তুর্য মন্ডলের নামে হস্তান্তর করেন। জমির মালিকপক্ষ বলছেন, বর্তমানে এ জমি আমাদের দখলে ও হাল জরিপে রেকর্ডসহ সর্বশেষ হালসন পর্যন্ত অনলাইনে কর খাজনাও পরিশোধ রয়েছে।
এদিকে উক্ত দাগ-খতিয়ানের জমি নিজেদের দখলে না রাখতে পেরে সর্বশেষ কুমখালীর বল্লভ মন্ডলের ছেলে অনিমেশ মন্ডল সাবেক ইউপি সদস্য অধীর মন্ডলের পরিবারের বিরুদ্ধে সোমবার মানববন্ধন করে জমি দখলের অভিযোগ এনে অপপ্রচার করছেন বলে অভিযোগ করেছেন সাবেক ইউপি সদস্য অধীর মন্ডল।
এ প্রসঙ্গে অধীর মন্ডল জানান, আমি বহুদিন পুর্বে জমি ক্রয় করেছি এবং বর্তমান হাল মৌসুমে ধান চাষ করেছি। এ জমি হাল জরিপে রেকর্ড ও পৃথক প্লটসহ খাজনা পরিশোধ রয়েছে। যেহেতু এ জমি অনিমেশ মন্ডলের অন্য শরীকদের কাছ থেকে ক্রয় করা তাই ওরা বর্গাচাষ করতো। তিনি অভিযোগ করেন এখন সে বর্গাদার হয়ে আমার জমির মালিক হবার পাঁয়তারা করছেন।
আরো সংবাদ
ডুমুরিয়ায় ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার
- Sep 15 2025 14:40
পাইকগাছায় জমি নিয়ে মালিক ও বর্গাদারের মধ্যে বিরোধ, অপপ্রচারের অভিযোগ
- Sep 15 2025 14:40
সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- Sep 15 2025 14:40
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
- Sep 15 2025 14:40
সৈয়দপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী শোডাউন
- Sep 15 2025 14:40
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July