Image

ডুমুরিয়ায় ১শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আমিনুল গ্রেপ্তার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস  ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আমিনুল ইসলাম মল্লিক (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। সে থুকড়া এলাকার আঃ লতিফ মল্লিককের ছেলে।

গত রোববার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার থুকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে বিক্রির জন্য লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে অভিযানে থুকড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ি আমিনুল ইসলাম কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে। সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।