Image

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবু হাসান: সাতক্ষীরার কালগঞ্জে পুকুরের পানিতে ডুবে লামিসা খাতুন নামে ১৯ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।
লামিসা খাতুন ইন্দ্রনগর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবারের সদস্যরার জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শিশু লামিসা খাতুনকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে উঠানের পাশের পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখা যায়। লামিসা খাতুনকে উদ্ধার করে দ্রুত নলতা হাটখোলায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফ তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান পানিতে ডুবে লামিসা খাতুন নামে এক শিশু মারা গেছ বলে নিশ্চিত করেছেন।