সৈয়দপুরে ব্র্যাকের ইউপিজি কর্মসূচির শতাধিক সদস্যের মাঝে কম্বল বিতরণ
- Nov 25 2025 15:43
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে ব্র্যাকের আল্ট্রা- পুওর -গ্র্যাজুয়েশন প্রোগ্রামের (ইউপিজি) শতাধিক নারী সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
হাতিখানা বসতি সহায়ক কমিটির আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের হাতিখানা ক্যাম্প সংলগ্ন মাছুয়া পাড়া এলাকায় ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিখানা বসতি সহায়ক কমিটির সভাপতি নুর হাসান মোলাম।
এসময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের ইউপিজি কর্মসূচির সিনিয়র অফিসার (ইএসআই) মো. রাকিবুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক আমিনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক শাহিনুর আক্তার, হাতিখানা বসতি সহায়ক কমিটির অর্থ সম্পাদক মোছা. বিন্দিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কর্মকর্তারা হাতিখানা বসতি সহায়ক কমিটির ইউপিজি কর্মসূচির সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জীবনমান উন্নয়নের জন্য ব্র্যাকের ইউপিজি কর্মসূচির আওতায় সেলাই, হস্তশিল্প, কুটির শিল্পসহ সবধরনের প্রশিক্ষণের আয়োজন করবে। যাতে আপনারা স্বাবলম্বী হয়ে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। তারা বলেন, সংগঠনের নিয়ম কানুন মেনে চলতে পারলেই অদুর ভবিষ্যতে আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। এজন্য ব্র্যাকের আল্ট্রা- পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচি (ইউপিজি) আপনাদের পাশে সবসময় থাকবে।
পরে হাতিখানা বসতি সহায়ক কমিটির সভাপতি নুর হাসান মোলাম ইউপিজি কর্মসূচির ৬৫ জন নারী সদস্যের হাতে শীতবস্ত্র তুলে দেন। এছাড়া অন্যান্য এলাকায় তাদের আরও ৫৫ জন সদস্যকে শীতবস্ত্র প্রদান করা হয়।
জানতে চাইলে হাতিখানা বসতি সহায়ক কমিটির সভাপতি নুর হাসান মোলাম বলেন, এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের ইউপিজি কর্মসূচির সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, সংগঠনের সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান সহ সহজ শর্তে ক্ষুদ্র ঋনও প্রদান করা হবে।
তাদের সংগঠনের কার্যক্রম যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে এগিয়ে নেওয়া যায় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আরো সংবাদ
নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় ক্রিকেটার সাকলাইনকে বরণ করলো সৈয়দপুরবাসী
- Nov 25 2025 15:43
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সৈয়দপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী
- Nov 25 2025 15:43
শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা
- Nov 25 2025 15:43
ডুমুরিয়ায় বাসের চাপায় পথচারী নারী নিহত
- Nov 25 2025 15:43
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






