জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সৈয়দপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী
- Nov 26 2025 13:18
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে শহরের অফিসার্স কলোনী ফাইভ স্টার মাঠে ওই প্রদর্শণীর আয়োজন করা হয়। সকালে “দেশীয় জাত- আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পেরর সহযোগিতায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পদক শাহিন আকতারন শাহীন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ ও জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার নায়েবে আমীর ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন কমিটির সদস্য সচিব ডা. হেমন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. আব্দুর রহিম।
উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোছা. তাসমিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান বীরপ্রতীক ও সৈয়দপুর উপজেলা ডেইরী ফার্ম মালিক এসোসিয়েশনের সভাপতি মো. শাহীদ আজিজ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষণ, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা সমরায় অফিসার মো. মাহফুজার রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার ইকবাল মোত্তাকিম মো. রফিকুল্লাহ্সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, ডেইরী ফার্ম মালিক, খামারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণীতে ৩০টি স্টলে উন্নতজাতের গরু, ছাগল, দুম্বা, কবুতর, পাখি, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগীসহ গৃহপালিত নানা প্রাণি, পশুখাদ্য ও প্রাণিসম্পদ প্রযুক্তি প্রদর্শিত হয়েছে। বিকেলে প্রদর্শনীর শেষে সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আরো সংবাদ
নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় ক্রিকেটার সাকলাইনকে বরণ করলো সৈয়দপুরবাসী
- Nov 26 2025 13:18
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সৈয়দপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী
- Nov 26 2025 13:18
শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা
- Nov 26 2025 13:18
ডুমুরিয়ায় বাসের চাপায় পথচারী নারী নিহত
- Nov 26 2025 13:18
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





