Image

সাংবাদিক আর.কে বাপ্পা ও ড. মিজানের মায়ের ইন্তেকাল, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম বাপ্পার মাতা বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে দেবহাটায় নিজস্ব বাসভবনে এবং কালিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের মাতা বুধবার সকালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

দেবহাটা ও কালিগঞ্জের দুই সাংবাদিকের মায়ের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। এক বিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ মরহুমাদ্বয়ের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। 

 

বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক শের আলী, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, রেদোয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, এসএম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আফজাল হোসেন, শেখ শাওন আহমেদ সোহাগ, আবু বক্কর সিদ্দীক, আব্দুল মাজিদ, জাহাঙ্গীর আলম, মোখলেছুর রহমান মুকুল, শেখ ইকবাল আলম বাবলু, জাহাঙ্গীর আলম, মীম ইসলাম, শামীম কওছার তুলিপ, মো. আলাউদ্দীন, তাজুল হাসান সাদ, শেখ ফারুক হোসেন প্রমুখ।