ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন
- Nov 25 2025 15:49
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ -২০২৫ এর খসড়া বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সৈয়দপুরে ট্রাভেল এজেন্সির মালিকরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সৈয়দপুর এয়ারপোর্ট জোনের ( রংপুর বিভাগ) সকল ট্রাভেল এজেন্সি মালিকরা এই কর্মসূচি পালন করে।
এতে সভাপতিত্ব করেন ট্রাভেল এজেন্সি মালিক জাকির হোসেন মেনন। শরিফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএবি এর সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন টিপু , মো. আমিনুল ইসলাম রতন, মো. আমির রশীদ টিপু, মাহাতাব হোসেন, মেহেদী হাসান, দিদারুল হোসেন, আলমগীর হোসেন রিপন প্রমুখ
মানববন্ধনে বক্তারা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের আইন ও ২০২১ সালের সংশোধনী আইনের পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। ফলে এরসাথে জড়িত মালিক, কর্মকর্তা-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন, যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। তারা বলেন, নতুন অধ্যাদেশে যেসব সংশোধনী প্রস্তাব করা হয়েছে তার অনেকগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিশেষ করে ধারা ৫ -এ অন্য এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করলে সাধারণ ট্রাভেল এজেন্সি টিকে থাকতে পারবে না। বক্তারা বলেন, দেশে যে ৫ হাজার এজেন্সি আছে, তাদের অধিকাংশই এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট ইস্যুর সক্ষমতা নেই। আর অনলাইন ও অফলাইনের জন্য যে ১০ লাখ থেকে ১ কোটি টাকা জামানত রাখার কথা বলা হয়েছে, তা ছোট এজেন্সিগুলোর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। পরে দাবির সমর্থনে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন তারা।
আরো সংবাদ
নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় ক্রিকেটার সাকলাইনকে বরণ করলো সৈয়দপুরবাসী
- Nov 25 2025 15:49
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সৈয়দপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী
- Nov 25 2025 15:49
শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা
- Nov 25 2025 15:49
ডুমুরিয়ায় বাসের চাপায় পথচারী নারী নিহত
- Nov 25 2025 15:49
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






