কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী
- Nov 26 2025 10:40
বিশেষ প্রতিনিধি: ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এবং ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি’ প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য পরিবেশে উদ্বোধন হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে’র সভাপতিত্বে জাতীয় প্রাণিসম্পদ দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই খাতকে উন্নত করার জন্য যুব সমাজকে উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রদর্শনী স্থানীয় খামারিদের উৎসাহ দেবে। সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করে তুলবে। এতে প্রাণিসম্পদের উৎপাদন যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, আনোয়ার হোসেন, খামারি শেখ শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অতিথিবৃন্দ গৃহপালিত জন্তু, গবাদিপশু, বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি, কবুতর, খরগোস, দুধ ও ডিমে তৈরী নিরাপদ খাদ্য, ভেটেরিনারি ওষুধ ও উপকরণে সম্মৃদ্ধ স্টলসমূহ পরিদর্শন করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, খামারি, প্রাণি চিকিৎসক গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, ফ্রি ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্প, প্রাণিসম্পদের টেকসই উন্নয়নে তরুণ, নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময়, ব্যাপক প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরো সংবাদ
নিজ শহরে ফুলেল শুভেচ্ছায় ক্রিকেটার সাকলাইনকে বরণ করলো সৈয়দপুরবাসী
- Nov 26 2025 10:40
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ সৈয়দপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী
- Nov 26 2025 10:40
শ্যামনগরের আটুলিয়ায় জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা
- Nov 26 2025 10:40
ডুমুরিয়ায় বাসের চাপায় পথচারী নারী নিহত
- Nov 26 2025 10:40
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






