ডুমুরিয়ায় যুবদল আহ্বায়ক মঞ্জুর রশিদের মায়ের ইন্তেকাল, বিএনপি'র শোক
- Dec 18 2025 10:26
শেখ আব্দুস সালাম, ডুমুরিয়া (খুলনা): গভীর শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত চিরনিদ্রায় শায়িত হলেন,ডুমুরিয়া উপজেলা যুবদল আহ্বায়ক প্রভাষক মঞ্জুর রশিদের মাতা রিজিয়া বেগম (৮০)।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জানাজা নামাজ শেষে গোবিন্দকাটি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
যুবদল নেতা মঞ্জুর রশিদের মাতা রিজিয়া বেগম বুধবার রাত সাড়ে ৭ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন (আমরা তো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাব)। মৃত্যুকালে ৬ পুত্র ১ কন্যা নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
যুবদল নেতার মায়ের মৃত্যুর খবর পেয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে ওই বাড়িতে ছুটে যান খুলনা জেলা এবং ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া মরহুমার জানাজা নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জানাজায় সমবেত হযন সহস্রাধিক মানুষ।
তারা হলেন খুলনা জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশারফ হোসেন মফিজ, খুলনা জেলা যুবদল সভাপতি ইবাদুল হক রুবায়েদ, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, শেখ সরোয়ার, জেলা শ্রমিকদল নেতা খান ইসমাইল হোসেন, শেখ হাফিজুর রহমান, উপজেলা যুবদল সদস্য সচিব মোল্যা মশিউর রহমান,কৃষকদল নেতা মাস্টার আইয়ুব আহম্মেদ, শেখ ফরহাদ হোসেন,শেখ শাহিনুর রহমান, হেমায়েত রশিদ খান,এম এম আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক,সরদার দৌলত হোসেন,শফি মোহাম্মদ খান, শেখ আবু সাহামা, ইউপি সদস্য মোল্যা আবুল কাশেম,শহিদুজ্জামান শহীদ, প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক বিএম রুহোল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তৌফিক মোড়ল, রেজওয়ান হোসেন মোল্লা, মোঃ শফিকুল ইসলাম, খান আজাদ, জিয়াউর রহমান, শেখ ডালিম হোসেন, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি সাইদুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, কাঁঠালতলা বাজার কমিটির সভাপতি শেখ আব্দুল আজিজ, শেখ জাকির হোসেন, শেখ মশিউর রহমান, হাবিবুর রহমান মোড়ল, উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল চৌধুরি, জেলা ছাত্রদল নেতা আনিক আহমেদ, সোহান আহমেদ, গাজী ইভান, আতাউর রহমান, মাসুম বিল্লাহ, অফুয়াল আহম্মেদ প্রমুখ।
আরো সংবাদ
কালিগঞ্জের খুব্দীপুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
- Dec 18 2025 10:26
শ্যামনগরে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারার অভিযোগ
- Dec 18 2025 10:26
''মাদকনির্ভরশীলদের মাদকমুক্ত রাখতে অভিভাবকদের গুরুত্ব অপরিসীম''
- Dec 18 2025 10:26
ডুমুরিয়ায় যুবদল আহ্বায়ক মঞ্জুর রশিদের মায়ের ইন্তেকাল, বিএনপি'র শোক
- Dec 18 2025 10:26
সাতক্ষীরার শ্যামনগরে সেবা দানকারী প্রতিষ্ঠানের সমন্বয় সভা
- Dec 18 2025 10:26
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July





