Image

শ্যামনগরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রেস ক্লাব প্রতিনিধি, জনপ্রিতিনিধি, ছাত্রপ্রতিনিধি উপস্থিতি ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন এর সঞ্চালনায় থানা অফিসার ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারী গোলাম মোস্তফা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উপজেরা সভাপতি হাফেজ আবুল হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সভাপতির বক্তব্যে ইউএনও মিজ শামসুজ্জাহান কনক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা, গণভোট সম্পর্কে যার যার অবস্থান থেকে সচেতন করা, অবৈধ বালি উত্তোলন বন্ধ, আভ্যন্তরিণ রাস্তায় ভারবাহী যানবাহন  চলাচল করে রাস্তার ক্ষতি বন্ধ, পানি নিষ্কাশন প্রতিবন্ধকতা , মাদক, চোরাচালান, অবৈধ দখলসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া উপজেলা নির্বাচন অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী বিধি নিষেধ পাঠ করেন এবং উহা যথাযথ মেনে চলার সকল কে উদ্বুদ্ধ করার নির্দেশনা প্রদান করেন।