Image

শ্যামনগর হাসপাতালের গ্যারেজ ইজারা প্রদান

এস, এম, মোস্তফা কামাল: সাতক্ষীরার শ্যামনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এর গ্যারেজ বিধি অনুসারে সর্বোচ্চ ইজারা গ্রহীতা কে ১ বছরের জন্য প্রদান করা হয়েছে।

২০ জানুয়ারী (মঙ্গলবার) দুপুর  ১২ টায় হাসপাতাল কনফারেন্স রুমে ইজারা কমিটির সভাপতি, সদস্য সচিব ও সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রকাশ্য কতিপয় শর্তে ১ বছরের জন্য ১ লক্ষ ৩৩ হাজার টাকায় গ্যারেজ ইজারা প্রদান করা হয় জহুর আলীকে। হাসপাতাল ক্যাম্পাস গ্যারেজে বৈধ মটর সাইকেল, ভ্যান, সাইকেল রাখার নিশ্চয়তা প্রদান করা হয়।

ইজারা কমিটির সভাপতি ডা.তরিকুল ইসলামের সভাপতিত্বে মেডিঃ টেকা (ফার্মা) মনোনীপ কুমার গায়েনের সঞ্চলনায় ইজারা প্রদান অনুষ্ঠিত হয়।