Image

সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা 

অফিস আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মহসিন মন্ডল মিঠু।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়রাম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।

এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুসারাত জাহান, মিজানুর রহমান, মরিয়ম নেছা, ইউপি 

চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, মনিরুজ্জামান জুনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারি শিক্ষক-শিক্ষিকা প্রমুখ। এর আগে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম কুজিপুকুর সরকারি 

প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল অংশ নেয়। এতে কুজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দলকে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল পরস্পরের মুখোমুখি হয়। এতে পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা পরিচালনা করেন শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদল ও কয়া নং-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আখেরুজ্জামান আপেল। সহকারি রেফারির হিসেবে ছিলেন সরকারি শিক্ষক আরিফ রাশেদ ও মাহামুদে রাসুল।

টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে রয়েছেন নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রাজু ও তিনপাই বেলপুকুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এম ওমর ফারুক।

এর আগে গত ১৪ জুলাই টূর্ণামেন্টের উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।