শিশুর সুস্থতা
- Jan 13 2020 13:34
শীত যত বাড়ছে মায়েদের দুশ্চিন্তা তত বাড়ছে। কেননা শীত বাড়লেই ছোটদের নানা অসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে। ছোটখাটো অসুখ লেগেই থাকে। আর এ কারণে মায়েদের কপালে পড়ে চিন্তার রেখা। শিশুদের শীতের রোগ-বালাই থেকে রক্ষায় কী করণীয় তাই নিয়ে আমাদের এই প্রতিবেদন-
যে কারণে অসুস্থতা
শীতের সময় মূলত জ্বর, সর্দি, কাশ, হাঁচি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এগুলো যে কারণে হয় তা হচ্ছে- সকালবেলা ঘুম থেকে উঠে ঠাণ্ডা বাতাসের সামনে গেলে। পাইপের পানিতে হাত-মুখ ধোয়ানো হলে। সর্দি-জ্বরে আক্রান্ত বয়োজ্যেষ্ঠদের সংস্পর্শে এলে। ছয় মাসের কম বয়সী শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ হলে। অ্যালার্জি বা হাঁপানি কিংবা অন্য কোনো বংশানুক্রমিক রোগের ইতিহাস থাকলে। সন্ধ্যার কুয়াশায় গেলে।
অসুখের পরে করণীয়
অসুস্থ শিশুকে কোনো অবস্থাতেই আর ঠাণ্ডা লাগানো যাবে না। সর্দি-কাশি আরম্ভ হলে প্রথমেই চিকিৎসা করাতে হবে। কারণ এতে বড় ধরনের অসুস্থতা থেকে রক্ষা পাবে। মধু, আদা, তুলসী পাতার রস, লেবুর রস, রং চা, গরম পানি এসব খাওয়ানো যেতে পারে।
শিশুকে গার্গল করানো যেতে পারে। পানিশূন্যতা পূরণের জন্য (ডায়রিয়া হলে) বেবি জিংক খাওয়ানো যেতে পারে। স্বাভাবিক এবং পরিণত মাত্রায় সুষম খাদ্য খাওয়াতে হবে। ছয় মাসের কমবয়সী শিশুদের অসুস্থ অবস্থায় মায়েদের বুকের দুধ খাওয়াতে হবে।
বংশগত রোগের ক্ষেত্রে বাড়তি ওষুধের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। শিশুর অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিতে হবে।
খেয়াল রাখতে হবে, বাচ্চাকে আবহাওয়ার ঠাণ্ডা থেকে দূরে রাখতে হবে। ঘরে কিংবা বাইরে যেখানেই হোক ঠাণ্ডায় গরম কাপড়-চোপড় (টুপি, হাত-পা মোজা, জুতা সোয়েটার ইত্যাদি) পরাতে হবে। ফ্রিজের খাবার খাওয়ানো চলবে না। গোসল থেকে শুরু করে খাওয়া পর্যন্ত পানি হালকা গরম করতে হবে। সবসময় বাচ্চাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অসুস্থদের কাছ থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। ছয় মাসের কমবয়সী বাচ্চাদের মায়ের বুকের দুধ পান করাতে হবে। বাচ্চাদের শাকসবজি ও ফলমূল বেশি করে খাওয়াতে হবে।
মানবকণ্ঠ/জেএস
আরো সংবাদ
শ্যামনগরে সড়ক ও জনপদের জায়গা বেদখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ দায়সারা!
- Jan 13 2020 13:34
কালিগঞ্জের তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
- Jan 13 2020 13:34
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন
- Jan 13 2020 13:34
শ্যামনগরের এম.এম, হাইস্কুলের জমি দখলের হুমকির প্রতিবাদে মানববন্ধন
- Jan 13 2020 13:34
সর্বশেষ
Weather
- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July -
26° Sun, 3 July






