Image

বিস্ফোরক মামলায় কয়রার ইউপি চেয়ারম্যান বাহরুল গ্রেফতার

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: নাশকতা মামলায় খুলনার কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলমকে ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে পাইকগাছা থানা পুলিশের কাছে প্রেরণ করে । পাইকগাছা থানার বিস্ফোরক, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে বৃহষ্পতিবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোস্তফা শওকত জানান, ২০২২ সালের ২১ অক্টোবর বিএনপির খুলনা সমাবেশে যোগদানের জন্য রাতে ট্রলারযোগে বিএনপির নেতা কর্মীরা পাইকগাছার আগড়ঘাটা বাজারে জড়ো হতে থাকেন। এ সময় রাত সাড়ে দশটার দিকে সাবেক এমপির নেতৃত্বে ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় চলতি বছরের ২৬ আগষ্ট ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল আলমকে বুধবার রাতে ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর ইমেগ্রেশন পুলিশ আটক করে প্ইকগাছা থানায় হস্তন্তর করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যানকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।