
ডুমুরিয়ায় শিশু ধর্ষণ মামলার আসামি অজিয়ার গ্রেফতার
- Apr 15 2025 14:15
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি অজিয়ার রহমান মোল্যা (৫৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার উপজেলার কুলবাড়িয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে এলাকার কাবিল মোল্ল্যার ছেলে।
মামলার বর্ণনা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার কুলবাড়িয়া এলাকায় ওয়াপদা রাস্তার পাশের বাসিন্দা। বাবা নেই মাতা বাক প্রতিবন্ধী সুসমা মন্ডলের একমাত্র শিশুকন্যাকে সাথে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। শিশুটি স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
জানা গেছে, ভিকটিম প্রতিদিন বিকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী গ্রাম বাঁগআচড়ায় লেখা পড়া করতে কোচিং সেন্টারে যায়। পথিমধ্যে গত ২২ মার্চ বিকেলে শাহিদার বাড়ির সামনে ধর্ষক ঘোরা ফেরা করে। কোন সময় চেয়ার পেতে বসেও থাকতো। এক পর্যায়ে রাস্তার পাশে শাহিদার বাড়ির ভিতরে কৌশলে শিশুটিকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যায় অজিয়ার রহমান। এরপর জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি শিশুটি তার দিদি'মাকে' জানাবে বলে। তখন ধর্ষক খাবার কেনার জন্য ৫০ টাকা দিয়ে বলে কারো সাথে যেনো বলিস না। যদি বলিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। এঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে নারি ও শিশুনির্যাতন দমন আইন থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১১/২৫,তারিখ ১৪/৪/২০২৫ ইং। বিষয়টি নিশ্চিত করেন, থানা তদন্ত ওসি মোঃ আক্তারুজ্জামান লিটন। তিনি বলেন এ ঘটনায় নারি ও শিশুনির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরিক্ষা সমপন্ন হয়েছে। আদালত ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেছে।
মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজের সভাপতিকে অপসারণের দাবিতে মানববন্ধন
- Apr 15 2025 14:15
সৈয়দপুরে আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- Apr 15 2025 14:15
সৈয়দপুরে আ'লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- Apr 15 2025 14:15
ডুমুরিয়ায় গরুসহ দুই চোর আটক, সিএনজি জব্দ
- Apr 15 2025 14:15
সর্বশেষ
Weather

- London, UK
13%
6.44 MPH
-
23° Sun, 3 July
-
26° Sun, 3 July